সিকৃবি’র সেমিনারে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপি।
গত ১৩ আগস্ট, ২০১৬ইং শনিবার কেন্দ্রীয় মিলনায়তন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এ ‘বিভিসি স্ট্যান্ডার্ড ফর ভেটেরিনারি ইকুইশন’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন গ্রহণ করেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জনাব এম এ মান্নান এমপি। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, মহান স্বাধীনতা বিরোধী কায়েম গোষ্ঠীর মত একশ্রেণীর জঙ্গিরুপী মানুষের উত্থান হচ্ছে। একটি বিশেষ শ্রেণীর মহল দেশের মেধাবী এই তরুণদের পথভ্রষ্ট করে ভুল পথের দিকে ঠেলে দিচ্ছে। এই ভুল পথ তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে নিয়ে যাবে, সৃজনের দিকে নয়। তাই তরুণ প্রজন্মকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। বাংলাদেশ ভেটেরিনারী কাউন্সিলের সভাপতি ডা. মো. মনজুরুল কাদেরের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রফেসর ড. মো. গোলাম শাহি আলম, উপাচার্য, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ভেটোরিনারী কাউন্সিলের প্রাক্তন সভাপতি ডা. আব্দুর রউফ মোল্লা।
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি আরো বলেন, অন্যসব পেশার ন্যায় ভেটেরিনারীয়ানরাও জাতি গঠনে কাজ করছেন। তিনি বলেন, সরকার সকল পেশাকে সমান করার চেষ্টা করছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষিবিদদের প্রথম শ্রেণীর মর্যাদা দিয়েছিলেন । তাঁর সুযোগ্য কন্যা গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কৃষিবিদদের সুযোগ সুবিধা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছেন। তাই তিনি ভেটেরিয়ানদের মৌলিক গবেষণায় গুরুত্বের সাথে অধিক সময় দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন এর প্রফেসর ডা. মো. মোহন মিয়া, ডিন, ভেটেরিনারী অ্যান্ড এ্যানিমেল সাইন্স অনুষদ, সিকৃবি, সিলেট এবং ডা. অচিন্ত কুমার সাহা, উপপরিচালক, বিভাগীয় প্রাণী সম্পদ অফিস, সিলেট । ডা. গোপাল চন্দ্র বিশ্বাস, ডেপুটি রেজিষ্টার, বাংলাদেশ ভেটেরিনারী কাউন্সিল এবং ডা. শাহজাহান, অতিরিক্ত রেজিষ্টার, সিকৃবি, সিলেট এর যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।